জেলা

ভয়াবহ সড়ক দুর্ঘটনা

গুড়াপে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-লরির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক। হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েজের কংসারিপুরে মঙ্গলবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। উত্তর প্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

দুর্ঘটনার খবর পেয়ে হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ডের ডিএসপি, গুড়াপ থানার ওসি সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে যান। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজ আজ বাংলা, হুগলি।

Loading

Leave a Reply