রিপোর্ট ঃ ওয়েব নিউজ
রহস্যময় স্থান সম্পর্কে জানার ইচ্ছা সকলেরই থাকে। এবারে একটু অন্য রখম রহস্যময় জায়গা সম্পর্কে জানাবো আজ বাংলার পাঠকদের। একেবারে রোমাঞ্চকর জায়গা।রোমাঞ্চকর অভিযাত্রার দুনিয়ায় চিলির ইস্টার দ্বীপ আলোচিত নাম। ইস্টার দ্বীপে প্রায় এক হাজার দণ্ডায়মান মূর্তি আছে। বিখ্যাত এসব মূর্তি ‘মোয়াই’ নামে পরিচিত। আগ্নেয় শিলায় খোদাই করা এই বিশাল আকৃতির মানব মূর্তিগুলো রাপা নুই জনগণের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে গড়া হয়েছিল বলে ধারণা করা হয়। এই দ্বীপের আশপাশে সমুদ্রের নিচে অদ্ভুত সব প্রাণীর খোঁজ পাওয়া গেছে।
দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত ইস্টার দ্বীপটি ‘রাপা নুই’ নামেও পরিচিত। সম্প্রতি দ্বীপটির আশপাশে সমুদ্রের নিচে অভিযান চালিয়ে ১৬০ প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের শ্মিডিচ ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, খোঁজ পাওয়া প্রাণীগুলোর মধ্যে প্রায় ৫০টিই অজানা। এখানে গভীরতম সালোকসংশ্লেষণনির্ভর প্রাণীরও খোঁজ পাওয়া গেছে। প্রাণীটির নাম লেপ্টোসারিস বা বলি প্রবাল। উড়ন্ত স্প্যাগেটি দানব বা বাথিফাইসা কনিফেরা উজ্জ্বল গভীর সমুদ্রের ড্রাগনফিশ নামের দুটো প্রাণীও দেখা মিলেছে। ৮০০ থেকে ১ হাজার ২০০ মিটার পানির নিচে একটি ডুবোপাহাড়ে এসব প্রাণীর বসবাস।এই সব দেখতে প্রতি বছরই ভ্রমনপিপাসু মানুষের ভির দেখা যায়।
![]()



