এই মুহূর্তে সারা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। চীনে প্রথম এই ভাইরাস পাওয়া গেলেও ক্রমশ তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে হু করোনা ভাইরাস কে মহামারী আখ্যা দিয়েছে। ইতালি, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রোগাক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকালই প্রথম ভারতে এক ব্যক্তির কোরনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কোরনা ভাইরাস আক্রান্তের খবর মিলছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ এবং রাজ্য নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।
উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ১১ জন এর শরীরের মধ্যে করোনা সংক্রমনের সন্ধান মিলেছে। সমগ্র ভারতবর্ষে ৮১ জনের শরীরে করোনা পাওয়া গেছে। তার মধ্যে ৬৪ জন ভারতীয়। বৃহস্পতিবার কর্নাটকে ৭৬ বছরের এক বৃদ্ধর মৃত্যু ঘটেছে। আর এই সমস্ত বিষয়ের সতর্কতার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমগ্র স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে ২২ শে মার্চ পর্যন্ত। যাতে কোনোভাবেই খুদেরা এই ভাইরাসে আক্রান্ত না হয়, সে কারণেই এই পরিকল্পনা নিয়েছেন যোগী আদিত্যনাথ। পরিস্থিতি সামাল দিতে যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন অতিরিক্ত সতর্কতা। তার জন্যই স্কুল-কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। সমস্ত রাজ্যেই হেল্পলাইন খোলা হয়েছে করোনার কারণে।