আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। বেশ কয়েক মাস কড়াকড়ির পরে কোভিড বিধি এখন অনেকটাই আলগা হয়েছে। লকডাউনও তেমন করে পালিত হচ্ছে না। চলছে বহু যানবাহন, খুলে গেছে কর্মক্ষেত্র। বাজার-দোকানে ভিড় সব জায়গাতেই স্পষ্ট। অথচ কোভিডের সংক্রমণ যে কমে গেছে, তা কিন্তু নয়। ফলে লাগাম আলগা হতেই দেশের বেশ […]
1,746 total views, 1 views today