জেলা

বীরভূমে অঙ্গনওয়াড়ির খিচুড়ি খেয়ে অসুস্থ শিশুসহ গর্ভবতী মহিলারা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কিছু গর্ভবতী মহিলা সহ শিশুরা। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে বীরভূমের মহম্মদবাজারের মালডিহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালডিহা গ্রামের ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই অঙ্গনওয়াড়িতে ৪৫ জন পড়ুয়া ও ১২ জন গর্ভবতী মহিলা নথিভুক্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন রান্না করা খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে গিয়েছিল। সেই খিচুড়ি দেওয়া হয় খেতে। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনজন গর্ভবতী মহিলা ও প্রায় ২০ জন শিশু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন খিচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পরে অনেকে দেখতে পান খিচুড়ির মধ্যে টিকটিকির শরীরের অংশ রয়েছে। ততক্ষণে প্রায় সবাই খিচুড়ি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই সেই খাবার খেয়েও নেয়। কিছুক্ষণ পরেই তারা অসুস্থ হয়ে পড়ে। খিচুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় বমি ও মাথাব্যথা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সেই অঙ্গনওয়াড়িতে। পরে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অসুস্থদের পটেলনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তাদের অবস্থার অবনতি হলে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Loading

Leave a Reply