দেশ

প্রকাশ্যে হুমকি বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিও

বিদ্বেষ মূলক মন্তব্য, হুঁশিয়ারি এবং হুমকি দেওয়া কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিজেপি নেতারা। সেই তালিকায় একেএকে যুক্ত হয়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। এমনকী বিভিন্ন কথা বলে বিতর্ক বাড়ানোর ক্ষেত্রেও বেশ খানিকটা এগিয়ে বিজেপি নেতৃত্ব। সেই তালিকায় রয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলেন কর্নাটকের বল্লারির বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। সম্প্রতি, নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল হয়েছিল কর্ণাটক।

আর তাতেই আপত্তি জানিয়ে একটি সভায় প্রকাশ্যে বিধায়ক বলেন, সাবধান আমরা কিন্তু জনসংখ্যার ৮০ শতাংশ। আপনারা ১৫ শতাংশ। তাই ভেবে দেখুন যদি সংখ্যাগরিষ্ঠরা আপনাদের সকলের বিরুদ্ধে রাস্তায় নামেন তাহলে তার কি পরিনতি হবে। এই বক্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কাদের উদ্দেশ্যে এই সাবধান বাণী দিয়েছেন বিজেপি বিধায়ক তা অবশ্য দিনের আলোর মতোই স্পষ্ট। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে বল্লারির পুলিশ সুপার জানিয়েছেন। এই ঘটনায় ওই বিধায়কের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। হুঁশিয়ারির সুরে বিধায়ক শওকত বলেন মাত্র পাঁচ মাস হল ক্ষমতায় এসেছি। যদি আপনারা এত নাটক করেন তাহলে এটাও ভেবে দেখবেন আমরা আপনাদের পাল্টা দিলে কি হবে।

Loading

Leave a Reply