রাজ্য

দূষণ নিয়ন্ত্রণে এবার লন্ড্রিগুলিতে গ্যাসের ইস্ত্রি দেবে পর্ষদ

বায়ু দূষণ কমানোর লক্ষ্যে শহর জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্নভাবে মানুষকে সচেতন করার কাজ চলছে। পাশাপাশি রাস্তায় যানজট রুখতে ফুটপাত বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। কাঠ কয়লার উনুনের ব্যবহার কমাতে সেগুলির বদলে রাস্তার ধারের ছোট হোটেলগুলিতে গ্যাস ওভেন দেওয়া হয়েছে। শহরের বাতাসে দূষণ কমাতে এবার নজর দেওয়া হল লন্ড্রিগুলিতে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লন্ড্রি গুলিতে এখনও  মূলত কাঠ কয়লার উনুনে ইস্ত্রি গরম করে তা দিয়ে জামা কাপড় আয়রণ করার কাজ চলে। রাস্তার ধারের ছোট হোটেল গুলির মতোই লন্ড্রি গুলো থেকে বায়ু দূষণ ছড়ায় বলে মনে করছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর আধিকারিকরা। তাই এবার কাঠ কয়লা চালিত ইস্ত্রির বদলে ওইসব লন্ডি গুলিতে গ্যাসে চলে এমন ইস্ত্রি দেওয়ার পরিকল্পনা করেছে পর্ষদ। প্রাথমিকভাবে এ নিয়ে পর্ষদ একটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সঙ্গে কথাবার্তাও শুরু করেছে।

এই ধরনের ইস্ত্রির দাম কত হতে পারে, তা কতদিন টিকবে, সব কিছুই তাঁরা খতিয়ে দেখছেন। রাস্তার ধারের ছোট হোটেল-রেস্তোরাঁয় কাঠ-কয়লার উনুনের বদলে গ্যাস ওভেন চালুর জন্য আর্থিক সাহায্য করেছে পর্ষদ। এজন্য ওভেন ও প্রথম সিকিউরিটি ডিপোজিট পরিষদের তরফ থেকেই দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় যাতে কেউ সিলিন্ডার ছেড়ে দিতে না পারে সেটাও মাথায় রাখা হচ্ছে। তাই গ্যাসচালিত ইস্ত্রি দেওয়ার সময় এ নিয়ে কোনো সমস্যা যাতে না হয় সেটাও দেখা হবে বলে জানা গেছে। পর্ষদ সূত্রের খবর, কলকাতায় ১০ হাজারের বেশি লন্ড্রি রয়েছে এখনো। যারা লন্ড্রিতে কাজ করেন কলকাতাতেই তাদের আয়ের তুলনায় বেশি হয়। হাওড়াতে হাজার দশেক লন্ড্রি আছে বলে জানা গেছে। তাই ওই সব লন্ড্রিগুলি থেকে যাতে বায়ুদূষণ আর কোনওভাবেই না হয় তার জন্যই এই অভিনব পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। শীঘ্রই ভর্তুকিতে ইস্ত্রি দেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে যাবে পর্ষদ বলে জানা গেছে।

Loading

Leave a Reply