বিশ্ব

১১৯ বছরে দেশের সপ্তম উষ্ণতম বছর ২০১৯, ঘূর্ণিঝড়েও রেকর্ড

দেশের মধ্যে সপ্তম উষ্ণতম বছরের তকমা পেল সম্প্রতি চলে যাওয়া ২০১৯ সাল। মৌসম ভবন জানিয়েছে, ১৯০১ সাল থেকে এ পর্যন্ত উষ্ণতম বছর ধরা হয় ২০১৬ সালকে। সে বছর গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে. ৭১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে  ২০১৯ সালে তাপমাত্রার বৃদ্ধি ছিল +০.৩৬। যা ওই বছরের তুলনায় কিছুটা কম। বিশ্ব আবহাওয়া সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত বছর সারা বিশ্ব জুড়েই তাপপ্রবাহ চলেছে। উষ্ণায়নের জেরে গোটা বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

উষ্ণায়নের জেরে বিভিন্ন জায়গায় দাবানলের ঘটনা ক্রমশ বাড়ছে। আবহাওয়া সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী গত বছর বিশ্বের গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি বেশি ছিল। তবে ওই তাপমাত্রা তুলনায় গত বছর ভারতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল। গত বছরে ভারতে তাপপ্রবাহের কারণে মোট ৩৫০জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ক্ষেত্রে বর্ষার সময়ে তাপমাত্রাকে বিশেষভাবে উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা। দেখা যাচ্ছে বর্ষায় গড় তাপমাত্রা বৃদ্ধি ছিল. ৫৮ ডিগ্রি। গত ১১৯ বছরে এদেশের উষ্ণতম বর্ষাকাল ছিল এটাই। অথচ এই বর্ষাতে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এদেশে। ২০১৯ সালে ১৯৭৬ সালের পর এবারই প্রথম এক বছরে দুই সাগর মিলিয়ে ৯টি ঘূর্ণিঝড় হয়েছে।

Loading

Leave a Reply