দেশ

পরিকাঠামো ও পঠনপাঠনে এগিয়ে দিল্লির স্কুলগুলি, মন্তব্য নোবেলজয়ী বিনায়কের

দিল্লির সরকারের স্কুলগুলি এখন পরিকাঠামো ও পঠন-পাঠনের দিক থেকে বেসরকারি স্কুলগুলির থেকে  অনেকটাই এগিয়ে এবং সহজেই বেসরকারি স্কুল গুলিকে টেক্কা  দিতে পারে।  মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “দিল্লি প্রশাসন সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে দরাজ হাতে বরাদ্দ করেছে। শিক্ষকদের পরিবর্তিত বেতন কাঠামোয় তা প্রতিফলিত হচ্ছে। এবার শুধু কাজের দিকে নজর দেওয়া উচিত। অভিজিৎবাবু আরও বলেন, বেসরকারি স্কুলগুলির তুলনায় সরকারি স্কুলগুলি অনেকাংশেই ভালো ফলাফল করতে পারে। আর দিল্লির সরকারি স্কুলগুলি সেটাই করে দেখাচ্ছে।

তবে অনেকে বলছেন তিনি এই মন্তব্যে আপ সরকারের সাফল্যের খতিয়ানই তুলে ধরেছেন বলে মনে করা যায়। সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্র। ঘটনাটি ভীষণ খারাপ খবর বলে মন্তব্য করেন এই বাঙালি নোবেলজয়ী। তিনি বলেন, ব্যবসায়িক দিক না দেখে মানবসম্পদ উন্নয়ন এবং পাঠক্রম তৈরির দিকে নজর দেওয়া উচিত।

Loading

Leave a Reply