খেলা

রাহুলকে কিপার রেখেই টিম সাজাতে চান কোহলি, পন্থের জায়গা নিয়ে সংশয়

গত কয়েকটি সিরিজে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরছেন লোকেশ রাহুল। সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে তাকে কিপিং করতেও দেখা যায়। আর তাতেই উইকেট রক্ষক হিসেবে লোকেশ রাহুলের উত্থানে রীতিমতো উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাই ভবিষ্যতে লোকেশ রাহুলকেই কিপিং গ্লাভস সঁপে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি। এদিকে একের পর এক সুযোগ পাওয়ার পরেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলে ভারতীয় দলে জায়গা হারাতে চলেছেন? অধিনায়কের ইঙ্গিতে কিন্তু সেই জল্পনাই বাড়ছে। প্রসঙ্গত অস্ট্রেলিয়া সিরিজে সাবলীলভাবেই উইকেটের পিছনে দায়িত্ব সামলেছেন।

লোকেশ রাহুল পাশাপাশি ব্যাটিংয়েও তিনি ধারাবাহিকতা দেখিয়েছেন। আর সেটাই টিম ইন্ডিয়ার এই সিরিজে বড় প্রাপ্তি বলেই মনে করছেন ক্রিকেট মহল টিম ম্যানেজমেন্টের আস্থা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন রাহুল। তাই সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে কোহলি সরাসরি বলেই দিয়েছেন, দলে আপাতত কোনও পরিবর্তন চাইছেন না তিনি। অর্থাৎ রাহুলকে কিপার হিসেবে রেখে দিতে আগ্রহী তিনি। তার কথায়, রাহুল কিপিং করলে আমাদের সামনে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলার সুযোগ থাকবে। ফলে আমাদের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে। তাছাড়া ব্যাটিং ও কিপিং দুই ভূমিকাতেই রাহুল ভালো খেলছেন। ওকে আমরা এভাবেই ব্যবহার করতে চাই। দেখতে হবে ও কেমন করছে। আপাতত মনে হচ্ছে আমাদের শেষ ম্যাচের কম্বিনেশন বদলে ফেলার কোনও প্রশ্নই নেই।

Loading

Leave a Reply