দেশ

উত্তরপ্রদেশে ‘সদ্যোজাত’র বয়স ১০২ ও ১০৪, ঘুষ চাওয়ার অভিযোগ

উত্তরপ্রদেশে বেরিলির এক গ্রামে বার্থ সার্টিফিকেট ইস্যু করার জন্য ঘুষ চেয়েছিলেন সরকারি কর্তারা। কিন্তু ঘুষ দিতে রাজি ছিলেন না দুই সদ্যোজাতর পরিবার। তারপরই বার্থ সার্টিফিকেটে জন্ম সাল ভুল লেখা হয়। এনিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছিল ওই দুই পরিবার। জানা গেছে, গত সপ্তাহে আদালতের তরফে পুলিশে গ্রাম উন্নয়ন আধিকারিক ও প্রধানের বিরুদ্ধে আভিযোগ দায়ের করেছে।

সংবাদ সূত্রে খবর, ২০১৬ শুভ ও ২০১৮ সংকেত নামে ২ ছেলের জন্ম হয়। দুজনেরই কাকা পবন কুমার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন। অভিযোগ, সেই সার্টিফিকিট ইস্যু করতে গ্রামের উন্নয়ন আধিকারিক সুশীল চন্দ্র অগ্নিহোত্রি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান পবন মিশ্র ৫০০ টাকা ঘুষ চেয়েছিল বলে অভিযোগ। সেই টাকা দিতে না চাওয়ায় বার্থ সার্টিফিকেটে ভুল জন্মতারিখ লিখে দেওয়া হয়। সংকেতের জন্মতারিখ লেখা হয় ১৯১৬ সালের ১৩ জানুয়ারি ও শুভর জন্মতারিখ লেখা হয় ৬ জানুয়ারি ১৯১৮। এরপরই সেই সার্টিফিকিট নিয়ে আদালতের দ্বারস্থ হন পবন কুমার। এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২ সদ্যোজাতের বয়স দুই সদ্যোজাতর বয়স ১০২ এবং ১০৪,এমনটাই বলছে তাদের সরকারি বার্থ সার্টিফিকেট।

Loading

Leave a Reply