দেশ স্বাস্থ্য

ভারতেও হানা করোনা ভাইরাস! চিন্তা বাড়ছে স্বাস্থ্য মহলে

এবারে চীন থেকে ভারতেও হানা দিল করোনা ভাইরাস।গতকাল চীন থেকে ফিরে আসা তিন ব্যক্তি সর্দি-কাশি নিয়ে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হযন। যেহেতু করোনাভাইরাসে সর্দি, নিউমোনিয়ার মতোই প্রথম উপসর্গ দেখা যায়, তাই এই তিনজনকে ওই হাসপাতালে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে। করোনাভাইরাস এতটাই ছোঁয়াচে যে, নিঃশ্বাসের মাধ্যমে এর সংক্রমণ ঘটে। আর এই রোগের পরিণতি রোগীকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেয়।

ওই হাসপাতালের সুপারিনটেনডেন্ট মীনাক্ষী ভরদ্বাজ সংবাদ মাধ্যমে জানান, ওঁরা সর্দি-কাশি নিয়ে ভর্তি হয়েছেন। কিন্তু চীন থেকে ফেরত আসার জন্য অনেকেই মনে করছেন ওঁরা করোনা ভাইরাসে আক্রান্ত। সমস্ত রকম টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফল টেস্টিংয়ে ওঁদের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে আসলে ওঁরা কী রোগে অাক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চীনে প্রায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। দিনদিন মহামারীর আকার ধারণ করছে করোনাভাইরাস। আর সেই ভাইরাস এবার ভারতে ঢুকে পড়াতেও দুশ্চিন্তায় পড়েছেন স্বাস্থ মহল থেকে শুরু করে প্রতিটি মানুষ।

Loading

Leave a Reply