দেশ

করোনা-ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মালয়েশিয়ায় কর্মরত এক ভারতীয় যুবক মনির হোসেন

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট। সিপাহীজলা জেলা:- মালয়েশিয়ায় করোনা-ভাইরাসে আক্রান্ত ভারতীয় যুবকের মৃত্যুর খবরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। খবর প্রচারিত হয় করোনা-ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মালয়েশিয়ায় কর্মরত এক ভারতীয় যুবক। তার নাম মনির হোসেন । বয়স ২৪ বছর। তার বাড়ি সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমারের মধুপুর থানাধীন পুরাথল এলাকায়। মনিরের মৃত্যুসংবাদ জানিয়ে কুয়ালালামপুর থেকে তাঁর এক সহকর্মী ত্রিপুরায় গ্রামের বাড়িতে ফোন করেন বলে জানান মনিরের আত্মীয়রা। কিন্তু সঠিক কী কারণে মৃত্যু হয়েছে সে কথা কেউই বলতে পারছেনা। পাওয়া যায়নি কোনো সরকারি তথ্য। গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হতে থাকে করুনা ভাইরাসে নাকি তার মৃত্যু হয়েছে। যদিও ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না বলে তার পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে জানান।

তাদের বক্তব্য মৃত্যুর খবরের পাওয়ার আগের দিনও পরিবারের লোকদের সঙ্গে মনের কথা হয়েছে। তাদের দাবি করুনা ভাইরাসে মনিরের মৃত্যুর ঘটনাটি শুধুই গুজব। সদ্য পুত্রহারা মায়ের আর্তনাদ যেকোনো ভাবেই ছেলের মৃতদেহ বাড়িতে চাইছেন মা।তার ছোটভাই জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ করে মৃতদেহ বাড়িতে আনার আবেদন জানিয়েছেন। মালয়েশিয়ায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন মনির। মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৮ সালে কাজের সন্ধানে মালয়েশিয়াতে যান মনির। রাজ্যের তরফে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, মালয়েশিয়া সরকার তাদের কিছু জানায়নি। মালয়েশিয়া থেকে মনিরের দেহ কীভাবে আনা হবে সেই নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে মনিরের পরিবার।

আমরা আসছি…….

Loading

Leave a Reply