ভিডিও

১১ বছর পর বাড়ি ফিরছেন ছত্রধর মাহাত, রাজনৈতিক মহলেও জল্পনা

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম :- দীর্ঘ ১১ বছর পর বাড়ি ফিরছেন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। ২৬.০৯.২০০৯ লালগড় থেকে গ্রেপ্তার হন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। UAPA সহ মোট ২৮ টি কেসে এরাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ ১১ বছর সাজা ভোগের পর সবকটি কেসের জামিন পান ছত্রধর মাহাতো। এছাড়াও ঝাড়খণ্ডের একটি রাষ্ট্রদ্রোহিতার কেশ ও ছিল তার বিরুদ্ধে।

গত পরশু দিন ঝাড়খণ্ডের কেসে জামিন পাওয়ার পর আজ প্রেসিডেন্ট শি কারেকসনাল হোম থেকে মুক্তি পান। প্রসঙ্গত, ২০০৮ সালে শালবনিতে জিন্দল কারখানার শিল্যান্যাস সেরে মেদিনীপুরের ফেরার পথে ৬০ নং জাতীয় সড়কে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়। এরপরই শুরু হয় তদন্ত। সেই ঘটনায় জড়িত সন্দেহে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয় জনসাধারণ কমিটির প্রধান মুখ ছত্রধর মাহাতোকে।ঝাড়খণ্ডের কেশে জামিন পাওয়ার পর, অাজ মুক্তি পেলেন ছত্রধর মাহাত। দীর্ঘদিন ধরে রোগে ভুগে এসএসকেএম হাসপাতালে ভর্তী ছিলেন তিনি। এরাজ্যে ইতি মধ্যে সমস্ত কেসে জামিন পেয়েছেন। ঝাড়খন্ডের কেসে জামিন পাওয়ার পর অাজ মুক্ত হন। তাকে লালগড় এ তৃনমূলের ব্লক সভাপতি পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

Loading

Leave a Reply