বিশ্ব

ভারতীয়দের ফিরিয়ে আনা হলেও আনেনি পাকিস্তান, ইমরান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চীনে থাকা পাকিস্তানিরা

ইতিমধ্যেই ৩২৪ জন ভারতীয়কে নিয়ে চীন থেকে ভারতে পৌঁছেছে বিমান। অার সেই দেখে চীনে থাকা পাকিস্তানিরা ক্ষোভে ফেটে পড়লেন। চীনে থাকা ভারতীয়দের ফেরানো হলেও যদিও তাঁদের কাউকেই বাড়ি যেতে দেওয়া হয়নি। ৩২৪ জনকেই মেডিক্যাল পরীক্ষা করার জন্য দিল্লিতে রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে ২১১ জন পড়ুয়া, ১১০ জন চাকুরিরত এবং তিনটি শিশু। চীনের হুবেইয়ে শহরে ১২০০ জন ভারতীয়ের বসবাস। যদিও বা আরও একটি বিমান উড়ে গেছে চীনের উদ্দেশ্যে। আরও কিছু ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। বিমানের মধ্যে থাকা কর্মীদের বিশেষ সুরক্ষা বলয় দেওয়া হয়েছে। যাতে করে তাদের কোনও রকম কোনও ক্ষতি না হয়। এদিকে চীনে আক্রান্তের সংখ্যা দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭,২০৫ জন আক্রান্ত হয়েছে করোনায়। চীনে মৃত্যু হয়েছে ৩৬১ জনের। এই মৃত্যুপুরী থেকে বেরিয়ে এসে চীনে থাকা ভারতীয়দের মুখে স্বস্তির ছাপ। এই পরিস্থিতিতে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল এক ভিন্ন ছবি। চীনের পাকিস্তানিরা পাকিস্তান ফেরত যেতে চাইলেও তাদের ফেরানো হচ্ছে না। ইমরান খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কোনও ভাবেই চীনে থাকা পাকিস্তানিদের ফিরিয়ে নেবে না। তাই তারা দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে। আর ভারতীয়রা ফেরত আসছে দেখে চীনের পাকিস্তানি ছাত্ররা বলেন কিছু শেখো ভারতীয়দের কাছ থেকে। তীব্র উৎকন্ঠায় অাছেন তারা। তাদের সেই আর্তিতে পাকিস্তানের ইমরান কিছুটা অস্বস্তিতে পড়েছে। আর সেই ছবিই ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভিডিও।

Loading

Leave a Reply