জেলা

সেরামিস্কের পরিবেশ বান্ধব ভাস্কর্য

প্রীতম ভট্টাচার্য্য:- মাটি সুন্দর,মাটিতে রুপ পায় মনের দেবতারা,এই মাটি দিয়ে সাধারণত আমরা কাপ, প্লেট তৈরী করি, আর সেই মাটির ভাস্কর্য। অবাক হওয়ার কিছু নেই,চলুন ঘুরে আসি ষ্টুডিও ক্যালিস্ক- এর পরিবেশবান্ধব সেরামিক ভাস্কর্যের প্রদর্শনীতে। কলকাতার বারুইপুরে ৮ থেকে ৯ই ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এই প্রদর্শণী।

তমাল ভট্টাচার্য্য, অরুণিমা চৌধুরী নবেন্দু সেনগুপ্ত, সুস্মিতা বসু এবং আয়েষা দত্তের কিছু নান্দনিক সৃষ্টি ধরা থাকবে এই প্রদর্শনীতে। রাসায়নিক পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ পরিবেশবান্ধব এই ভাস্কর্যগুলি। এই প্রদর্শণীর তত্বাবধানে আছেন শিল্পী তমাল ভট্টাচার্য্য। সম্প্রতি তার সেরামিক ভাস্কর্য ইন্ডিয়ান আর্ট ফেয়ারে প্রদর্শিত হয়েছে। এই সেরামিক প্রদর্শনী কলকাতার শিল্পী মনকে একত্রিত করবে আশা করা যায়।

Loading

Leave a Reply