দেশ

দিল্লিতেও ট্র্যাক রেকর্ড অক্ষত রাখার পথে ভোট গুরু প্রশান্ত কিশোর

নতুন বছরটা খারাপ দিয়েই শুরু হয়েছিল ভোট গুরু প্রশান্ত কিশোরের। সিএএ ও এনআরসি নিয়ে তাঁর প্রাক্তন দল জেডিইউর অবস্থান ইস্যুতে বারবার বিস্ফোরক মন্তব্য করছিলেন প্রশান্ত কিশোর। এমনকী তিনি নীতীশ কুমারের বিরুদ্ধেও কথা বলেন। আর তার মাশুল হিসেবে জেডিইউয়ের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয় প্রশান্তকে।

তাই নতুন বছরের শুরুতেই পিকে। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে ফের ছন্দে ফিরতে চলেছেন প্রশান্ত। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতার পাশাপাশি দিল্লি ভোটে কেজরিওয়ালের দল আম আদমি পার্টির পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে এখনো পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের যে ইঙ্গিত মিলছে, তাতে ট্র্যাক রেকর্ড অক্ষত রাখতে চলেছেন ভোট গুরু পিকে। কেজরিওয়ালের আপের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হওয়ার পরেই টিম পিকে দিল্লিতে স্লোগান তুলেছিল ‘আচ্ছে বিতে পাঁচ সাল, লাগে রাহো কেজরিওয়াল’। তাই এখনো পর্যন্ত দিল্লি ভোটের ফলাফল মিলছে তাতে ফের ক্ষমতায় আসতে চলেছে আপ। আর তার সঙ্গে সঙ্গে প্রশান্ত কিশোরও নিজের জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন। আর শেষ পর্যন্ত এই ফল বজায় থাকলে বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে টিম পিকের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Loading

Leave a Reply