বিশ্ব

স্কালব্রেকার চ্যালেঞ্জের নামে টিকটকে মৃত্যু ফাঁদ, বাড়ছে বিপদ

এবার টিকটকের নতুন চ্যালেঞ্জ নিয়ে বাড়ছে বিপদ। আউটলেট, ব্রাইট আই, ফ্ল্যাশ চ্যালেঞ্জের পর এবার স্কালব্রেকার। মারণ গেম ব্লু হোয়েলের পর এই তালিকায় জুড়ে গেল মজার ভিডিও আপলোডের জনপ্রিয় ওয়েবসাইট অ্যাপ টিকটক-এর নামও। ইতিমধ্যেই এ নিয়ে হৈচৈ পড়েছে ইউরোপ দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের বহু দেশে। ব্যবহারকারীদের সতর্ক করার জন্য প্রচার চালানো হচ্ছে এ নিয়ে। এই চ্যালেঞ্জের পোশাকি নাম রম্পক্র্যানিওস। স্প্যানিশ এই ভাষার ইংরেজি করলে হয় স্কালব্রেকার। কী এই চ্যালেঞ্জ? জানা গেছে সার দিয়ে দাঁড়িয়ে থাকবে তিনজন। মাঝের জন হাইজাম্প দেবে। এরপর ওই ব্যক্তি মাটি ছোঁয়ার আগে পাশে থাকা দুজন তার পায়ের লাথি মারবে। অর্থাৎ চিত হয়ে মাটিতে পড়বে চ্যালেঞ্জ নেওয়া ওই ব্যক্তি। ফলে কোমর, মাথায় গুরুতর আঘাত পেতে পারে সে।

ইতিমধ্যেই এই চ্যালেঞ্জের ভিডিও হোয়াটসঅ্যাপের মতো সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে। যদিও ভারত থেকে এ ধরনের কোনও ভিডিও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্কুল পড়ুয়ারা ইতিমধ্যেই এই চ্যালেঞ্জ নিতে শুরু করেছে। তার ফল হিসেবে হাড় ভেঙে মারাত্মক চোট পেয়ে তাদের অনেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। প্রথম সারির একটি দৈনিকে এমনই ভয়াভয় রিপোর্ট উঠে এসেছে। খেলার ছলে মারণ এই চ্যালেঞ্জ নিয়ে ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে ইউরোপের বহু স্কুল। চিকিৎসকরাও সতর্ক করে বলেছেন, এইসব চ্যালেঞ্জে ভেঙে যেতে পারে হাঁটু, গোড়ালি, কোমর অন্যান্য জয়েন্ট। এমনকী ছিঁড়ে যেতে পারে দেহের গুরুত্বপূর্ণ লিগামেন্ট। ভাগ্য খারাপ থাকলে মাথার খুলি ভেঙে মৃত্যু হতে পারে।

Loading

Leave a Reply