রাজ্য

দ্রুত বেশকিছু শিক্ষক নিয়োগ করা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে পড়াশোনার মান উন্নয়নের জন্য বেশকিছু শিক্ষক নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানালেন স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর অনুপাতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম। আর সেকারণেই ছাত্র-ছাত্রীদের পড়াশুনার অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন শিক্ষক-শিক্ষিকা ঠিকমতো হারে না থাকার কারণে ছাত্র ছাত্রীদের পড়াশোনার অসুবিধার জন্য শিক্ষক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার।

তিনি আরও বলেন, ১১১ টি স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যমের স্থানান্তরিত করা হয়েছে। সমগ্র বিশ্বের পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই ১১১ স্কুল ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালু করেছে। ভবিষ্যতে আরও বেশকিছু স্কুলকে ইংরেজি মাধ্যমে স্থানান্তরিত করা হবে বলে জানালেন শিক্ষা মন্ত্রী। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সমস্ত দিক বিবেচনা করে প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মসংস্থানকে পাখির চোখ করতে চাইছেন সরকার। আর সে কারণেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমন ঘোষণা করলেন। এখন দেখার কত দ্রুত শিক্ষকের শূন্য পদগুলি পূরণ করা হয়।

Loading

Leave a Reply