জেলা

জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ হুগলি চুঁচুড়া স্টেশনে, বিতর্ক।

ভারতীয় রেলের উদ্যোগে বিভিন্ন প্লাটফর্মে সুবিশাল জাতীয় পতাকা লাগানোর কাজ শুরু হয়েছে। দিন দুয়েক আগে চুঁচুড়া স্টেশনে প্রায় ১০০ফুট সুউচ্চ টাওয়ারে বসানো হয়েছে জাতীয় পতাকা। বসানো হয়েছে অত্যাধুনিক আলো। দিনের বেলায় যা পতপত করে উড়ছে। তবে রাতেও বিশ্রাম মেলেনি আমাদের জাতীয় তেরঙ্গার। ৩৬৫দিন ২৪ঘন্টা গগনচুম্বী এই পতাকা বিরাজমান। আর যা নিয়েই তৈরী হয়েছে বিতর্ক। চুঁচুড়া বাসীর বক্তব্য সূর্যাস্তের পর কি করে জাতীয় পতাকা উত্তোলিত থাকতে পারে? চুঁচুড়ার সমাজসচেতন নাগরিক সৌমিত্র সিংহ বলেন সূর্য ডোবার আগে জাতীয় পতাকা নামিয়ে নিতে হয়।

না হলে তা জাতীয় পতাকা অবমাননা হিসাবে গন্য হয়। এবিষয়ে হুগলি জেলা তৃণমূল আইনজীবি সেলের ঌসভাপতি মৃন্ময় মজুমদার বলেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃভাগ্যজনক। অন্যদিকে সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ জয়দীপ মুখার্জি বলেন রাতে জাতীয় পতাকা উত্তোলিত থাকার কথা সংবিধানে বলা নেই। রেল বোর্ডের যারা ওই পতাকার দ্বায়িত্ত্বে আছেন অবিলম্বে এবিষয়ে সচেতন হওয়া উচিত। কারন জাতীয় পতাকার অবমাননা “ক্রিমিনালি অফেন্স”। পাশাপাশি এবিষয়ে তিনি ভারতীয় রেলকে লিখিতভাবে জানাবেন বলে জানান।

Loading

Leave a Reply