দেশ রাজ্য

ইভাঙ্কার পোশাকে বাংলার ছোঁয়া, মুর্শিদাবাদের শিল্পীদের হাতে বোনা শেরওয়ানি পরলেন ট্রাম্প কন্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সোমবার ভারত সফরের প্রথম দিনে সাজসজ্জায় ভারতের ছোঁয়া রেখেছিলেন ফার্স্টলেডি। যদিও ঐদিন ট্রাম্প কন্যা ইভাঙ্কা কিন্তু ক্যাসুয়াল পোশাকেই ছিলেন। সফরের দ্বিতীয় দিনে অবশ্য তিনি নিজের পোশাকের ডিজাইন পরিবর্তন করলেন। নিজের পোশাকে নিয়ে এলেন ভারতীয় ঘরানার ছোঁয়া। ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের নকশা করা শেরওয়ানি পরে আসেন ইভাঙ্কা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শিল্পীদের হাতে বোনা সিল্কের শেরওয়ানি পরে এদিন রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইভাঙ্কা।

ফ্যাশন ডিজাইনার অনিতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের শেরওয়ানি আমরা কুড়ি বছর আগে তৈরি করেছি। আজও সেই ডিজাইনের চাহিদা দেখে ভালো লাগলো। সোমবার ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প পড়েছিলেন সাদা জ্যাম্পসুট। সবুজ রঙের কাপড়ের উপর সোনালি সুতোর কাজ করা উত্তরীয়। উত্তরীয় গলায় নয় কোমরে অভিনব কায়দায় বেঁধেছিলেন তিনি। ভারতের প্রাচীন বস্ত্র শিল্পের ছোঁয়া তুলে ধরলেন মেলানিয়া ট্রাম্প।

Loading

Leave a Reply