দেশ

দিল্লির ঘটনার দায় নিয়ে পদত্যাগ করুন অমিত শাহ, দাবি সোনিয়ার

দেশের রাজধানী দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতিতে অমিত শাহ কোথায় এমনই প্রশ্ন তুললেন সোনিয়া গান্ধী। দিল্লির এই অবস্থার জন্য সরাসরি মোদি সরকারকে দায়ী করেছে কংগ্রেস। এমনকী অমিত শাহর ইস্তফা চাওয়া হয় কংগ্রেসের তরফে। সোনিয়া গান্ধী বলেন, পরিকল্পিতভাবে দিল্লির এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়েছে রাজধানী দিল্লি। বিজেপি নেতার উস্কানিমূলক বক্তব্যে আগুন ছড়িয়েছে বলে দাবি করেন সোনিয়া। দিল্লির উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী। সোনিয়াজি বলেন, রবিবার রাত থেকে অমিত শসহ কী করছিলেন। কেনই বা হিংসা বাড়তে দেওয়া হলো।

কেন শুরুতেই মোতায়েন করা হল না আধা সামরিক বাহিনী। তাই এই পরিস্থিতি পরিকল্পিত। এর দায় নিয়ে পদত্যাগ করুন অমিত শাহ। এমনকী ছেড়ে কথা বললেন না অরবিন্দ কেজরিওয়ালকেও। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন সোনিয়া। এমনকী রাজধানী দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যাবে বলেও ঠিক করেছে কংগ্রেস। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে অমিত শাহর ইস্তফা দাবিতে মিছিল করেছে কংগ্রেস।

Loading

Leave a Reply