খেলা

আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে আই লিগের রং ফের হল সবুজ-মেরুন

কল্যাণীতে স্বপ্ন পুরণ৷ বেইতিয়ার দৌড়,পাপার লাস্ট টাচ৷ তাতেই জাতীয় লিগ ঘরে এল মোহনবাগানের৷ বাকি দলের থেকে অনেকটা এগিয়ে থেকে আইলিগ ঘরে তুলেফেললো সবুজ মেরুন শিবির ৷

এবারে আই লিগ জিতে নতুন রেকর্ড করল মোহনবাগান৷ এর আগে একমাত্র গোয়ার ডেম্পো লিগের চার রাউন্ড বাকি থাকতেই খেতাব ঘরে তুলেছিল৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলল মোহনবাগান৷ উত্তাল কল্যাণীতে খেলা শেষের পর তাই যেন স্বপ্ন রচনা হল নতুন৷ ২০১৫ সালের পর মোহনবাগান খেতাব ঘরে তুলল ৷

একটা সময় মনে হচ্ছিল, আজও মনে হয় হল না। চ্যাম্পিয়নশিপের জন্য হয়তো রবিবার ফিরতি ডার্বির জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের মাথায় এল সেই মুহূর্ত। বেইতিয়ার ডিফেন্স চেরা পাস থেকে পাপার শট আইজলের গোলে ঢুকতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল কল্যাণী স্টেডিয়াম। পাঁচ বছর পর ফের আই লিগে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে গোষ্ঠ পাল সরণিতে ফের ঢুকল ট্রফি। আই লিগের রং ফের হল সবুজ-মেরুন।

Loading

Leave a Reply