খেলা

আজ ধর্মশালায় মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, করোনা সতর্কতায় করমর্দন করবেন না কোহলিরা

করোনা ভাইরাসের আতঙ্ক মধ্যেই ভারতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। আজ ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে তার আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফেই করোনা নিয়ে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে একটি নিয়ম হলো ম্যাচের আগে বা পরে খেলোয়াড়রা করমর্দন করতে পারবেন না। ফিস্ট বাম্প করা যাবে।

টিমের চিকিৎসকের বাইরে আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রোটিয়াদের সঙ্গে এসেছেন। এদিকে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় টিমে ফিরছেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং শিখর ধাওয়ান। শেষবার ভারতীয় টিমে তিনজন একসঙ্গে খেলেছেন গত বছর বিশ্বকাপে। তিনজনেই চোটের কারণে টিমের বাইরে ছিলেন। তাই বহুদিন পর মাঠে ফিরে সুযোগকে কাজে লাগাতে মরিয়া থাকবেন এই তিন ক্রিকেটারই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাকা করে নিতে এই সিরিজ প্রত্যেক ভারতীয় খেলোয়াড়ের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে। একদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে হেরেছে ভারত। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাই তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই আজকের ম্যাচ দুই দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Loading

Leave a Reply