খেলা

আইপিএল হলেও কমতে পারে ম্যাচের সংখ্যা

আইপিএল আয়োজনের ক্ষেত্রে সরকারি সমস্ত নির্দেশিকায় মেনে চলা হবে। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর তেমনি টুইট করেছেন কলকাতা নাইট রাইডার্স এর কর্ণধার শাহরুখ খান। তবে নিরাপত্তা যে সবার আগে সেটাই এই বৈঠকে স্থির হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখার কথা আগেই জানিয়েছিল বিসিসিআই। এদিন গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয় টুর্নামেন্ট চালুর জন্য কোনওরকম তাড়াহুড়ো করা হবে না। ঝুঁকি এড়াতে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত গুলো কিভাবে নিয়েছে তা জানতে চাওয়া হলে সৌরভ সংবাদমাধ্যমে বলেন, এই মুহূর্তে স্থগিতের সিদ্ধান্ত রয়েছে।

সবার আগে নিরাপত্তা। এক্ষেত্রে কারও কিছু করার নেই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছে আইপিএল যাতে হয় সেটা খেয়াল রাখুক বিসিসিআই। তাই এক্ষেত্রে টুর্নামেন্টে ছাঁটকাট হতে পারে। সেক্ষেত্রে কমতে পারে ম্যাচের সংখ্যা। অনেকে প্রস্তাব দিয়েছেন ডাবল হেডার ম্যাচ করিয়ে সময়ের ঘাটতি মেটানোর। তবে এ নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, আইপিএল হবে। তবে যদি ১৫ এপ্রিল শুরু হয় তাহলেও ১৫দিন নষ্ট হয়ে গেল। তখন টুর্নামেন্ট ছাঁটকাট করতে হবে। কীভাবে ছাঁটকাট হবে বা কটা ম্যাচ হবে তা এই মুহূর্তে বলা যাবে না।

Loading

Leave a Reply