দেশ

একদিনের বেতন মোট ৩৩ কোটি ৮১ লক্ষ টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিল সিআরপিএফ

তাঁরা দেশবাসীর সুরক্ষায় সবসময় রয়েছেন। প্রাচীর হয়ে সমস্ত ভারতবাসীকে আগলে রেখেছেন। দেশের যেকোনও বিপদে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে যান তাঁরাই। তাঁরা হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। এই মুহূর্তে ফের একবার চরম সংকটে ভারতবর্ষ। গোটা দেশকে গ্রাস করেছে করোনা নামক মারণ ভাইরাস। তাই দেশবাসীর পাশে এই সময় সিআরপিএফ দাঁড়াবে, এটা অবশ্য প্রত্যাশিতই। তাই, করোনা সংক্রমণে দেশবাসীর পাশে দাঁড়াতে প্রত্যেক সদস্যের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল সিআরপিএফ।

তাদের প্রত্যেক সদস্যের একদিনের বেতন মিলিয়ে মোট ৩৩ কোটি ৮১ লক্ষ টাকা করোনার জন্য গঠিত প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে সিআরপিএফ। সিআরপিএফের ডিরেক্টরেট জেনারেলের সই করা এই পরিমাণ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়েছে। তাই সিআরপিএফ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দেশবাসীর সমস্ত লড়াইয়ে শামিল হয় তা আরো একবার প্রমাণ হয়ে গেল। করোনা সংক্রমণ ঠেকাতে দেশ ও বিভিন্ন রাজ্যের তবে ফান্ড গঠন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষও করার জন্য গঠিত ফান্ডে সাধ্যমতো সহযোগিতা করছেন। এবার সেই ‘যুদ্ধে’ শামিল হল সিআরপিএফও।

Loading

Leave a Reply