রাজ্য

বাংলায় করোনা আক্রান্ত আরও ১, আক্রান্তের বিদেশ বা ভিনরাজ্যে যাওয়ার যোগ নেই, আক্রান্ত বেড়ে ২৭

ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। পশ্চিমবঙ্গের একই অবস্থা চলছে। রাজ্যে ফের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বছর ৫৭-র ওই প্রৌঢ় ২৬ মার্চ থেকে জেনিথ হাসপাতালে ভর্তি রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওই রোগীর কোনও বিদেশযাত্রা ভিন রাজ্যের যাওয়ার কোনও যোগ পাওয়া যায়নি।

তাহলে কি তিনি গোষ্ঠী সংক্রমণের শিকার হয়েছেন, সেটাই চিন্তা বাড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। এ নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। এদিকে সোমবার রাতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত মধ্যবয়সি ওই মহিলা হাওড়ার সালকিয়ার বাসিন্দা। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের।  তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৪।  তবে যেভাবে এদেশে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ছে সরকারের। এদিকে আক্রান্ত দাসপুরের যুবককে চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে বলে খবর।

Loading

Leave a Reply