দেশ

মসজিদ খালি করতে মাঝরাতে আসরে নামতে হয়েছিল অজিত দোভালকে।

এই মুহূর্তে সারাদেশ তোলপাড় হচ্ছে দিল্লিতে নিজামউদ্দিন মসজিদে ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে। এই সমাবেশকে কেন্দ্র করে বহু বিদেশি সহ বিভিন্ন রাজ্যের মানুষের জমায়েত হয়েছিল। ভারতের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যাচ্ছে তাতে করে প্রায় ২১৬ জন বিদেশি এই সমাবেশে যোগ দিয়েছিলেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকে আগতরা ভিসা নিয়ে মূলত ধর্ম প্রচারের উদ্দেশ্যে ঢুকেছিলেন। এইখান থেকে বহু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে করোনা। অন্তত ১০ জন বিদেশি করোন্ নিয়ে এই জমায়েতে উপস্থিত ছিলেন বলে সূত্র থেকে জানা যাচ্ছে। তার পরেও এই মসজিদ থেকে জমায়েত সরাতে রাজি ছিলেন না মসজিদের প্রধান মৌলনা সাদ।

এই পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসরে নামান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কে। অজিত দোভাল এর সাথে মুসলিম ধর্মগুরুদের সম্পর্ক অনেকটাই ভালো। অজিত দোভাল গিয়ে মৌলানা সাহেবকে বোঝান এখানে উপস্থিত বাকিদের দ্রুত শারীরিক পরীক্ষা করানোর জন্য। দীর্ঘক্ষন আলোচনার পরেই মৌলানা সাদ রাজি হন বাকিদের শারীরিক পরীক্ষা করানোর জন্য। জানা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছিলেন তাদের তল্লাশি শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। যে সমস্ত বিদেশীরা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে তাদের হয়তো এদেশে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।

Loading

Leave a Reply