জেলা

পুজোর জমানো টাকা করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল ২ খুদে।

এবার ২ নাবালকের মানবিকতার অনন্য নজির। পুজোয় জামা কেনার জন্য জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল হাওড়ার ২ পড়ুয়া। রবিবারই অনলাইনে ২০০০ টাকা দান করে ২ পড়ুয়া।

করোনার জেরে চলছে লকডাউন। গৃহবন্দী দেশবাসী। বন্ধ স্কুলও। খেলতেও যেতে পারছে না খুদেরা। অবুঝ শিশু হলেও সারা দেশের পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেছিল বছর ১৫-এর অঙ্কিত। টিভি দেখে সবটা না বুঝলেও আতঙ্ক গ্রাস করেছিল ছোট্ট অঙ্কিতাকে।

তখনই এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর কথা মাথায় এসেছিল দুই খুদে পড়ুয়ার। এরপর জামা কেনার জন্য জমানো টাকা ত্রাণ তহবিলে দেবে বাবাকে জানায় তারা। সন্তানদের মুখে একথা শুনে দ্বিতীয়বার ভাবেননি বাবা। দুই খুদের বাবা তাঁর ভাইকে জানান গোটা বিষয়টি। সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন তিনি। এরপর রবিবার অনলাইনে ত্রাণ তহবিলে জমানো ২ হাজার টাকা পাঠিয়ে দেয় খুদেরা। পরিবারের ছোট্ট সদস্যদের এই উদ্যোগে স্তম্ভিত সাধারণ মানুষ।

Loading

Leave a Reply