দেশ বিশ্ব

চীন থেকে করোনা টেস্টের কিট কিনবে না ভারত

সারাবিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ভারতবর্ষের 5000 এর গন্ডি ছাড়িয়ে গেছে আক্রান্ত। মৃত্যু হয়েছে 149 জনের। এই পরিস্থিতি সামাল দিতে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। বিভিন্ন দেশ বিভিন্ন দেশের পাশে থাকার প্রচেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারত চীন থেকে নানান চিকিৎসা সামগ্রী কিনলেও জানা যাচ্ছে চীন থেকে কীট নিতে রাজি নয় ভারত। তার বদলে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম যেমন- পিপিই, ভেন্টিলেটরস নেবে বলে ঠিক করেছে। স্পেন, ইউক্রেন, তুর্কির মত দেশ চীনের টেস্টিং কিট ফিরিয়ে দিয়েছে। তার কারণ চীন সমস্ত ত্রুটিপূর্ণ টেস্টিং কিট বিভিন্ন দেশে রপ্তানি করেছিল। যার জেরে খারাপ দ্রব্য প্রস্তুত করে ব্যবসা করার অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। তাই ভারত টেস্টিং কিট না নিয়ে অন্যান্য সরঞ্জাম নিতে চাইছে।

বিশ্বের এইরকম কঠিন পরিস্থিতিতে চীন কিভাবে ত্রুটিপূর্ণ কীট রপ্তানি করছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। অন্যদিকে ভারত চেষ্টা করছে নিজের দেশের বিভিন্ন সংস্থাকে দিয়ে চিকিৎসার সরঞ্জাম দ্রুত বানানোর। ইতিমধ্যে কয়েকটি সংস্থা নানান চিকিৎসা সরঞ্জাম বানাতে উদ্যোগী হয়েছে। হয়তো দ্রুত সমস্যা মিটবে। পাশাপাশি ভারতের ওষুধ কোম্পানিগুলো জানিয়েছে ভারতে আক্রান্তের সংখ্যা বারলেও ওষুধ নিয়ে কোনো সমস্যা হবে না।। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং দিয়ে চিকিৎসার জন্য তৈরি রাখা হচ্ছে যাতে কোনো সংক্রমণ ছড়ালে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়।

Loading

Leave a Reply