দেশ বিশ্ব

“মোদি মহান” ভোল বদলে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প।

হাইড্রোঅক্সিক্লোরোকুইনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। দেশে করোনা আক্রান্ত হু হু করে বাড়তে থাকায় ভারত সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। মোদি সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আপাতত বিদেশে রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই মুহূর্তে করোনা আক্রান্তে সর্বপ্রথম আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালো সম্পর্ক। কিন্তু এই ওষুধের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে একপ্রকার ক্ষোভ প্রদর্শন করেন তিনি। পরিষ্কার জানিয়ে দেন যদি এই ওষুধের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারত না করে তাহলে তারা পরবর্তী সময়ে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাবতে বাধ্য হবে। এই ধমকের পরেই ওষুধের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে অনেকেই অভিযোগ করছেন। ওষুধ খাওয়ার পরে সম্পূর্ণ ভোলবদল করেছেন আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ’ কে দেওয়া এক সাক্ষাৎকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। সংবাদমাধ্যমে মোদিকে নিয়ে  ট্রাম্প বলেন, “তিনি মহান। তিনি সত্যিই খুব ভাল।আমরা প্রায় ২৯ মিলিয়ন ওষুধ কিনেছি। এর সিংহভাগই ভারত থেকে এসেছে। আমি আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইনের জোগান নিয়ে কথা বলেছিলাম।তিনি খুব ভাল। তবে নিজেদের চাহিদার কথা মাথায় রেখেই ভারত ওষুধটির রপ্তানি বন্ধ করেছিল। তবে এর থেকে অনেক ভাল বিষয় উঠে এসেছে”। বারাক ওবামার সময় থেকেই আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট মজবুত। এই পরিস্থিতিতে ভারত যেমন আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে চাইছে না, তেমনি আমেরিকাও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন। সেই কারণেই ট্রাম্প ভোল বদল করলেন বলেই কূটনীতিবিদরা মনে করছেন।

Loading

Leave a Reply