রাজ্য

রজ্যে লকডাউন বাড়ার ইঙ্গিত ! প্রস্তুতিতে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের রাজ্যসভার প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স করেন।লকডাউন বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী। সর্বদল বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মোদি৷ ১৪ এপ্রিল লকডাউন উঠবে কিনা, তা নিয়ে চলছে বিশ্লেষণ ৷ তবে মোটের ওপর রাজ্যগুলি লম্বা লকডাউনের প্রস্তুতি নিচ্ছে৷ ওড়ীশা ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি রাখার কথা ঘোষণা করেন। বাংলাও যে সেই সদিকেই এগচ্ছে বাংলার সরকার তা অনেটাই মনে করছেন অনেকেই ৷ লম্বা লকডাউনের প্রস্তুতি রাজ্যের বণিকসভা-শিল্পগোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বস্তে চলেছেন বলে খবর। পর্যটন শিল্পের প্রতিনিধিরাও থাকবেন এই বৈঠকে ৷ বৈঠকে শিল্পপতিদের মতামত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মানুষের ভোগান্তি কমানোই লক্ষ্য রাজ্যের ৷

একইভাবে অর্থনীতি বাঁচাতে বণিকসভা কিছু নিদান দিয়েছে৷ এই মর্মে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন অ্যাসোচেম সভাপতির ৷ অর্থনীতি বাঁচাতে বাড়াতে হবে সরকারি খরচ এমনই জানিয়েছেন তিনি ৷ অর্থনীতি বাঁচাতে দরকার ২০০ বিলিয়ন ডলার৷এই টাকা খরচ করতে হবে সরকারকেই ৷ ৩ মাসের জন্য জিএসটি হার ৫০‍% কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ বাকি ৯ মাসের জন্য জিএসটি হার ২৫% করার প্রস্তাব দিয়েছেন বণিকসভার সভাপতি ৷

Loading

Leave a Reply