রাজ্য

করোনার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় পুরসভাগুলিকে তৎপর থাকার নির্দেশ পুরমন্ত্রীর

প্রতিটি পুরসভা ও মিউনিসিপ্যালিটিকে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গির বিরুদ্ধে সচেতনতা চালানোর নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি পুরসভা এবং মিউনিসিপ্যালিটির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন ফিরহাদ হাকিম করে এই নির্দেশিকা দেন। পরে মন্ত্রী ফিরহাদ জানান, করোনার সঙ্গে সঙ্গে ডেঙ্গির বিরুদ্ধেও লড়াই চালানো হবে। সচেতনতা চালানো হবে পুর এলাকায়। সোডিয়াম হাইড্রোক্লোরাইড জলে মিশিয়ে জীবাণুমুক্ত করার কাজ করতে হবে পুরসভাগুলিকে। এই রাসায়নিক মিশ্রিত জল দিয়ে একই সঙ্গে করোনা ভাইরাস এবং ডেঙ্গির মশার লার্ভা মারা যাবে।

এজন্য ক্লোরিন ও সোডিয়াম হাইড্রোক্লোরাইড জোগানের ওপর নজর রাখা হবে।
করোনা সচেতনতার জন্য কলকাতাসহ রাজ্যের প্রতিটি মিউনিসিপ্যালিটিতে
সতর্কতামূলক প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ওঁদের নিরাপত্তার জন্য বিশেষ
পোশাকের কথাও জানান মেয়র।স্বাস্থ্যকর্মীরা বাড়িবাড়ি ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন।
ওঁদের জন্য মাস্ক, দস্তানা ছাড়াও পিপিই পোশাকের ব্যবস্থা করা হয়েছে।

গরমে জলসঙ্কট এড়াতে জল অপচয় বন্ধে জোর দিয়েছেন মেয়র। তাঁর কথায়,
একদিকে গরম, অন্যদিকে করোনা আতঙ্কে বারবার হাত ধোয়া। পরিস্থিতির কথা
মাথায় রেখে নাগরিকদের জল ব্যবহারে আরও সজাগ হতে হবে। রাস্তার কল খোলা
দেখলে এগিয়ে গিয়ে বন্ধ করতে হবে। বাড়ি কিংবা আবাসনে ট্যাঙ্কের জল ভরে যাতে
বয়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে। গরমে জলসঙ্কটের একটা আশঙ্কা থেকে
যায়। তাই প্রশাসনের সঙ্গে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। জলের অপচয় বন্ধ
করতে হবে।

Loading

Leave a Reply