খেলা

দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল আয়োজনের পক্ষে সওয়াল অস্ট্রেলিয় পেসার প্যাট কামিন্সের

দর্শকশূন্য গ্যালারিতে হলেও আইপিএল খেলতে মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। একটি সাক্ষাৎকারে তিনি আইপিএল খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে নিরাপত্তা বজায় রেখে তবেই খেলার পক্ষে তিনি। প্রসঙ্গত, ডিসেম্বর মাসে অজি পেসার প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি টাকার রেকর্ড মূল্যে নিজেদের দলে শামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। ২৯ মার্চ ৫ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল শুরুর কথা ছিল। কিন্তু হঠাৎ করে করোনা নামক মারণ ভাইরাস সবকিছু ওলটপালট করে দিয়েছে। ভারতবর্ষেও করোনার সংক্রমণ ছড়াতে থাকায় দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই অবশ্য এবারের আইপিলের ভবিষ্যৎ সঙ্কটে পড়ে যায়। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের উপর স্থগিতাদেশ জারি করা হয়। তবে এই পরিস্থিতিতে ১৫ এপ্রিলের পর দ্রুত আইপিএল আয়োজনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কমিটি।

এদিকে, এই অবস্থায় ক্রিকেট না খেলে ঘরে বসে থেকে অস্থির হয়ে উঠেছেন প্যাট কামিন্স। তিনি আইপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, আমি আইপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। সমস্ত কিছু নিয়ম মেনে দর্শকশূন্য মাঠে খেলার আয়োজন করা যেতে পারে। তবে সকলের নিরাপত্তার দিক অবশ্যই বজায় রাখা প্রয়োজন। ফাঁকা গ্যালারিতে আইপিএল হলে বাড়িতে বসে টিভিতে খেলা দেখে আনন্দ নিতে পারবেন দর্শকরা।

Loading

Leave a Reply