রাজ্য

৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্কুল খুলবে গরমের ছুটির পর

৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ানো হল বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন। কেন্দ্র এখন যা বলবে আমাদের সকলকে মেনে চলতে হবে দেশের স্বার্থে। এদিন প্রধানমন্ত্রীকে বলেছি যে, এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু না করা হোক। এছাড়া পণ্যবাহী গাড়ি ছাড়া ট্রেন পরিষেবাও চালু করা যাবে না।

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে বলেন, দয়া করে আপনারা ঘর থেকে বের হবে না। কারণ ঘরে যখন আগুন লাগে তখন সকলকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তা নেভাতে হয়। বর্তমানে বিশ্বজুড়ে যে আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে সকলকে একসঙ্গে মিলিত হয়ে কাজ করতে হবে। এছাড়া এদিন তিনি ঘোষণা করেন যে যেহেতু ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে তাই স্কুল কলেজগুলিতে একবোরে গরমের ছুটিও এর সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। কারণ স্কুল, কলেজগুলিকে ভালো করে স্যানিটাইজ করা প্রয়োজন। তাই একেবারে গরমের ছুটির পর স্কুল খুলবে।

Loading

Leave a Reply