জেলা

করোনা গুজব, মৃতদেহ সৎকারের উদ্যোগ নিল বাঁকুড়া তৃণমূল

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করলেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের এই মানবিকতায় খুশি সাধারণ মানুষ।


প্রসঙ্গত, রবিবার চিকিৎসাধীন অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান ২ জন। বিভিন্নমহল থেকে ওই ব্যক্তিদের ‘করোনায় আক্রান্ত’ হয়ে মৃত্যু হয়েছে বলে ‘গুজব’ ছড়ানো হয়। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। ফলে কোন গাড়ির চালক ওই মৃতদেহ ২টি হাসপাতাল থেকে রাজি হচ্ছিলেন না। পরে জেলা তৃণমূল নেতা ও বাঁকুড়া জেলাপরিষদের ‘মেন্টর’ অরুপ চক্রবর্ত্তীর ও বাঁকুড়ার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত পর্যবেক্ষক জয়দীপ চ্যাটার্জী হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। এদিন রাতেই পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তকে ও জয়দীপ চ্যাটার্জীকে সঙ্গে নিয়ে বিকল্প গাড়ির ব্যবস্থা করে মৃতদেহগুলির সৎকারের ব্যবস্থা করেন।



Loading

Leave a Reply