দেশ

২০ এপ্রিল থেকে অনলাইনে কেনা যাবে মোবাইল, ফ্রিজ, ল্যাপটপের মতো সামগ্রী, খুলছে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থাগুলি

লকডাউন এর মধ্যেই এবার ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা চালুর নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার। বিজেপি থেকে এই পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে পুলিশ স্পষ্ট ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। ই-কমার্স পরিষেবায় টিভি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী বাড়িতে বসেই কিনতে পারবেন গ্রাহকরা। বাড়িতে বসে এইসব সামগ্রী অর্ডার দিতে পারবে। এর ফলে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো অনলাইন বিপণী সংস্থাগুলি তাদের পরিষেবা চালু করে দিতে পারে বলে খবর।


সব অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এমনকি সংস্থার ডেলিভারি বয় দের জন্য বিশেষ অনুমতি পত্র তৈরি করা হবে বলে জানা গেছে। তবে এইসব সংস্থাকে ছাড় দেওয়া হলেও সামাজিক দূরত্ব মেনে সমস্ত কাজ করার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। প্রসঙ্গত লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হলেও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছিলেন, দেশের অর্থনীতি কিছুটা চাঙ্গা করতে বেশকিছু অত্যাবশ্যকীয় পরিষেবার পাশাপাশি ব্যবসায়ীক কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হবে। তারই পদক্ষেপ হিসেবে ই-কমার্স প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Loading

Leave a Reply