রাজ্য

কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহযোগিতার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ট্যুইট রাজ্যপালের।

সোমবার রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় ২টি প্রতিনিধি দল। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছে কেন্দ্রীয় পরিদর্শক দল। কেন্দ্রীয় পরিদর্শক দলকে অসহযোগিতার অভিযোগ এনেছে বিজেপি। তার মাঝে মঙ্গলবার ট্যুইট করে কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার আবেদন মুখ্যমন্ত্রীকে করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।


এদিন তিনি ট্যুইট করে বলেন ” আবেদন করবো সবাইকে করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা করুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ সহানুভূতির সঙ্গে কেন্দ্রীয় টিমকে যাতে সহযোগিতা করা হয়। সহযোগিতা করুন কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে লড়াই করবেন না।” মূলত রাজ্যে আশা দুই কেন্দ্রীয় টিমকে যাতে রাজ্য প্রশাসন তথ্য সংগ্রহ সহযোগিতা করে সেই বিষয়ে মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করে ট্যুইট করলেন রাজ্যপাল ধনকড়। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এমনিতেই কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রে দ্বৈরথ প্রকাশ্যে এসেছে।


Loading

Leave a Reply