রাজ্য

রাজ্যপালকে ৫ পাতার কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

করোনা আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ ক্রমশ রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাত ব্যাপক আকার ধারণ করছে। এবার রাজ্যপালকে ৫ পাতার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘মনে হয় আপনি ভুলে গিয়েছেন, আপনি মনোনীত রাজ্যপাল৷ যে রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যকেই আক্রমণ করছেন৷ মুখ্যমন্ত্রীকেও সরাসরি আক্রমণ করছেন৷ মন্ত্রী ও আধিকারিকদের আক্রমণ করছেন৷ মন্ত্রীসভা ও প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন৷ আপনার বলার ভঙ্গি অসাংবিধানিক৷ আপনার বক্তব্য আমায় হতবাক করেছে৷ বাধ্য হয়েই এই চিঠি প্রকাশ্যে এনেছি৷




তিনি কড়া ভাষায় আরও চিঠিতে বলেছেন ‘মনে হয় আপনি ভুলে গেছেন, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী৷ আম্বেদকরের কথা উপেক্ষা করা উচিত নয়৷’ সংবিধানে বর্ণিত ক্ষমতা ও পদমর্যাদার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে৷



অন্যদিকে, বুধবারই সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের প্রসঙ্গ ওঠায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁর কথা নিয়ে আমি কিছু বলব না। উনি লম্বা লোক। আমরা ছোটখাটো। উনি ৮ ফুট। আমরা ৫ ফুট।’ স্বাভাবিকভাবে আবার মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যপালের সংঘাত ভয়ঙ্কর আকার ধারণ করল।



Loading

Leave a Reply