রাজ্য স্বাস্থ্য

এবার রাজ্যেই তৈরি হচ্ছে করোনার টেস্ট কিট, নেপথ্যে বাঙালি গবেষক

যখন বার বার শোনা যাচ্ছিল টেস্ট টেস্ট অার টেস্ট, তখনই সুখবর এনেছে পশ্চিমবঙ্গের একটি সংস্থা। জানা গেছে এবার কোভিড ১৯ টেস্ট কিট তৈরি হতে চলেছে কলকাতাতেই। কোভিড ১৯ টেস্টের কিট তৈরির নেপথ্যে এবার এক বাঙালি গবেষক। কলকাতার পাশেই একটি বেসরকারি ল্যাবে ১মে এই কিট তৈরির ছাড়পত্র মিলেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর কাছ থেকে। ১৬ এপ্রিল চীন থেকে প্রায় ছয় লক্ষ কিট ভারতে এসেছিল। কিন্তু সেগুলি কোয়ালিটির দিক থেকে অনেকটাই খারাপ বলে জানা গেছে। রাজস্থান, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য কেন্দ্রের কাছে অভিযোগ জানায়, এই কিট থেকে নাকি সঠিক ফলাফল বের হচ্ছে না। সে নিয়ে কেন্দ্রের সাথে বিরোধীদের বিভিন্ন পর্যায় তর্জা চলছে বেশ কিছুদিন। যে কিটের দাম হবে মাত্র ৫০০ টাকা।

এটি একদম নির্ভুল কিট হবে বলে দাবি করেছেন (অাইসিএমঅার)। জানা যাচ্ছে কেন্দ্রের দেওয়া কিট নিয়ে যখন সমালোচনার ঝড় উঠছে তখনই পশ্চিমবঙ্গে যে কিট তৈরি হচ্ছে, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। এই বিশাল কর্মকাণ্ডে এক প্রাক্তন বাঙালি গবেষক আছেন এবং তার সাথে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষক। আইসিএমআর এর আটটি গ্রাউন্ড সংস্থা এই কিট গুলি পরীক্ষা করেছেন এবং এই কিট তৈরির ছাড়পত্র দিয়েছেন। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, এর আগেও বেশ কিছু বার ভারতের পুনে, দিল্লি সহ বিভিন্ন প্রান্তে কিট তৈরির খবর মিললেও সেই কিট হাতে এসে পৌঁছায়নি। তবে কলকাতায় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা। তবে কত দ্রুত মানুষের স্বার্থে এই কিট ব্যবহার করা যাবে তাই এখন দেখার।

Loading

Leave a Reply