জেলা

বাঁকুড়ায় থাকা উত্তরপ্রদেশের ১ যুবক বাড়ি ফেরতেই তার করোনার পজিটিভ রিপোর্ট মিলল।

এক গ্রামীণ ডাক সেবকের করোনা সংক্রমণ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। গ্রামীণ ডাক সেবকদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে ওই যুবক বাঁকুড়া শহরের কালীতলা এলাকার একটি লজে থাকছিলেন। সেখান থেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক গত ২৯ এপ্রিল উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরে যান। তারপরই বাড়িতে পৌঁছে তার সংক্রমণ ধরা পড়ে। বুধবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা প্রশাসনের কাছে এই খবর পৌঁছাতেই শুরু হয় তৎপরতা। কিন্তু এতো সবের মাঝে প্রশ্ন ‘লকডাউনে’র মধ্যে কিভাবে এই যুবক উত্তরপ্রদেশে ফিরে গেলেন। এ বিষয়ে কোনও সদুত্তর না মিললেও অনেকে মনে করছেন, তিনি কোন লরিতে চেপেই সম্ভবত বাড়ি ফিরেছেন। যদিও এবিষয়ে কোন সঠিক তথ্য মেলেনি।

এই খবর বাঁকুড়ায় পৌঁছাতেই পৌরসভার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা কালীতলার ওই বেসরকারি লজে যান। সেখানকার কর্মী ও আবাসিক মিলিয়ে ৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে জেলাপ্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading

Leave a Reply