Uncategorized

গ্রিনজোন বাঁকুড়ায় মিলল করোনা পজিটিভ, চাঞ্চল্য

‘গ্রিনজোন’ বাঁকুড়ায় সন্ধান মিলল এক করোনা আক্রান্তের। জেলার পাত্রসায়র ব্লক এলাকার বছর ১৫র এক কিশোর করোনা আক্রান্ত। শুক্রবার সন্ধ্যে থেকেই এই খবর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ হয়। যদিও এই বিষয়ে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা এই খবরের সত্যতা স্বীকার করে নিলেন। তিনি বলেন, এই মুহূর্তে সারা দেশে যখন প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত, তখন আমাদের বাঁকুড়ার পাত্রসায়েরের মাত্র একজন করোনা পজিটিভের সন্ধান মিলেছে। তাঁকে দুর্গাপুরের সনোকা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, প্রথমে সারারাজ্যে যেখানে মাত্র ছ’টি করোনা পরীক্ষাকেন্দ্র ছিল, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় বাঁকুড়া সহ ২৪ টি পরীক্ষাকেন্দ্র চালু হয়েছে।

এবিষয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, গত ১৩ মে পাত্রসায়র ব্লক হাসপাতাল থেকে লালারসের নমুনা সংগ্রহ করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়। ১৬ মে সেই নমুনা ওখানে পৌঁছাল। ২১ মে সেই রিপোর্ট আসছে পজিটিভ। গত ৮ দিন ধরে ওই কিশোর সংশ্লিষ্ট এলাকার সকলকে সংক্রমিত করে গেল ! ঘটনার এলাকায় স্যানিটাইজের উদ্যোগ নেয় প্রশাসন।

Loading

Leave a Reply