দেশ

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৩২ হাজারের বেশি, রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত। যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করতে না পারলে সঙ্কট বাড়বে। বেশিরভাগ জায়গায় উঠে গিয়েছে লকডাউন। লোকাল ট্রেন, মেট্রো ও আন্তর্জাতিক উড়ান বাদ দিয়ে সবটাই খুলে গিয়েছে। এই পরিস্থিতিতে এ ভাবে সংক্রমণ বাড়ার ফলে কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। দেশে প্রথম করোনা ধরা পড়ে কেরালায় জানুয়ারিতে। এর পর কেটে গিয়েছে ৬ মাসেরও বেশি সময়। সংক্রমণ ছড়িয়েছে দেশের প্রায় রাজ্যেই।  মহারাষ্ট্র ও তামিলনাড়ুর আকার ভয়ঙ্কর ধারণ করেছে।

গত কয়েকদিন ধরেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছিল। দৈনিক সংক্রমণ ২৫ থেকে ২৯ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল। আজ, বৃহস্পতিবার সব রেকর্ড ভাঙল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিনে দেখা গেল একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৯৫ জন। সেই সঙ্গেই এক লাফে করোনা আক্রান্তের মোট সংখ্যা সাড়ে ৯ লাখের গণ্ডি পেরিয়ে গেল। দেশে এখন মোট কোভিড পজিটিভ ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬ জন।

দেশের এখন কোভিড অ্যাকটিভ কেস অর্থাৎ সক্রিয় ৩ লাখ ৩১ হাজার ১৪৬ জনের শরীরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৯১৫।

( তথ্যঃ কেন্দ্রীয় সরকারের দেওয়া সকাল আটটার বুলেটিন অনুযায়ী)

Loading

Leave a Reply