দেশ

৭৭ বছর বয়সে ল পড়ার আবেদন বৃদ্ধার

শেখার কোনও বয়স নেই। শিক্ষার ক্ষেত্রেও তাই। প্রতিটি বয়সের মানুষেরই নতুন করে অনেক কিছুই শেখার আছে। সেক্ষেত্রে বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। এবার যেন তারই প্রমাণ দিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বৃদ্ধা। মাথায় পাকা চুল, চামড়া ও বেশ খানিকটা কুচকে গেছে। বয়স ৭৭। কিন্তু এই বয়সেও তিনি রুমে থাকতে রাজি নন। তাই সুপ্রিমকোর্টে ল পড়ার আবেদন করে বসলেন ৭৭ বছর বয়সি গাজিয়াবাদের বৃদ্ধা রাজকুমারী ত্যাগী। তিনি এই বয়সে ল পড়ার আবেদন করেছেন। কারণ বার কাউন্সিলের এলএলবি কোর্সে ভর্তির বয়স সীমা ৩০।

সুপ্রিমকোর্টে সেই নিয়মকেই তিনি জানেন জানিয়েছেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই একাই থাকেন রাজকুমারী দেবী। স্বামীর সম্পত্তি রক্ষার জন্যই তিনি লড়তে চান বলে আদালতে জানিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট যদি তার স্বপক্ষে রায় দেয় তাহলে ভারতের ইতিহাসে তা নজিরবিহীন ঘটনা হতে চলেছে। তবে ভারতের সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন সবাই। তবে, গাজিয়াবাদের ওই বৃদ্ধার ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছেন আপামর দেশবাসী। তিনি প্রমাণ করলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

Sponsor ad

Loading

Leave a Reply