Uncategorized

নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামল আরামবাগ পুলিশ, গ্রেপ্তার ১

সবেমাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিছুদিন পরে কালীপুজো। আর এই পুজো মানেই শব্দবাজির যথেচ্ছ ব্যবহার। আর তার আগেই আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। মহকুমার মধ্যে সবথেকে বেশি নিষিদ্ধ শব্দবাজি তৈরির অভিযোগ ওঠে খানাকুলের নতিবপুর এলাকায়।

বৃহস্পতিবার রাতে খানাকুলের নতিবপুর এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু তাজা শব্দবাজি উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে গোঘাটে শব্দবাজি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে শনিবার রাতে আরামবাগের বসন্তপুর এলাকা থেকে শব্দবাজি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম উত্তম প্রামানিক। তার বাড়ি আরামবাগের আরাণ্ডি ২ নম্বর অঞ্চলের পুড়া গামে। রবিবার থেকে আরামবাগ আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানিয়েছেন, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

Loading

Leave a Reply