রাজ্য

ভরা পৌষে গরমের তাপ বাংলায়

হঠাৎই শীতের ছন্দ পতন। মাঘ এখনো এসে পৌঁছায়নি, ভরা পৌষেই গরমের তাপ লাগতে শুরু করলো।রাস্তায় বেরিয়ে গায়ে শীতের পোশাক পড়ে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে সাধারন মানুষের। দুপুরের দিকে শীতের কোন ছোঁয়া নেই বললেই চলে।

পশ্চিমী ঝঞ্ঝাট জেরে তাপমাত্রা বেড়েছে, চলবে দিন কতক,তারপর আবার ফেরত আসবে শীতের পুরানো আমেজ। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বেশ থাকবে তাপমাত্রা। দিনের বেলায় বাড়বে গরমের অনুভূতিও।
আবাহ দপ্তরসূত্রে জানাগেছে, উত্তুরে হাওয়া দুর্বল হওয়ার পাশাপাশি এখন পূর্বালি বাতাস সক্রিয় হয়েছে। পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প টেনে আনে এর ফলে তাপমাত্রা বাড়ছে।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন,শীত এখনি চলে যাবে না। উত্তুরে হাওয়া সক্রিয় হলেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে।
জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত সাধারণত দক্ষিণবঙ্গে ভালো শীতের আমেজ থাকে। কিন্তু দেখা যাচ্ছে এই সময়ে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ২-৪ ডিগ্রি বেশি তাপমাত্রার।

Loading

Leave a Reply