আগামীকাল সন্ধ্যা আটটার সময় সমস্ত ভারতবাসি উৎসুক হয়ে স্ক্রিনের সামনে বসে পড়বে। চির প্রতিদ্বন্দ্বী ভারত পাক ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বুধবারই অভিযান শুরু করছে ভারত। কিন্তু প্রথম ম্যাচের আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে ভারত-পাক দ্বৈরথা নিয়ে। রবিবার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এই ম্যাচের খেলা দেখার জন্য যেমন ভারতের মানুষ উৎসুক হয়ে থাকে ঠিক তেমনি ক্রিকেটাররা বিশেষ গুরুত্ব দিয়ে উত্তেজনার সাথে এই খেলা খেলেন। মঙ্গলবার এশিয়া কাপ সূচনার আগের দিন অধিনায়কদের বৈঠকে সূর্যকুমার যাদব ইঙ্গিত দেন আগ্রাসী ক্রিকেটের। পাক অধিনায়ক সলমন আলি আঘাও বুঝিয়ে দেন, তিনি পিছিয়ে যাবেন না।
সূর্যকুমার বলেন, “মাঠে সব সময়ই আগ্রাসন থাকে। আগ্রাসন ছাড়া খেলা সম্ভব নয়। আমি এশিয়া কাপে নামার জন্য ভীষণ উত্তেজিত।” অন্য দিকে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা জানান, তাঁর দলকেও আক্রমণাত্মক হতে উৎসাহিত করবেন তিনি।
সলমন বলেছেন, “এ বিষয়ে আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই। যদি কেউ আক্রমণাত্মক হতে চায়, তারা স্বাগত। বিশেষ করে ফাস্ট বোলাররা সব সময়ই আক্রমণাত্মক থাকতে চায়, সেটাই তাদের খেলার ধরন। তবে যতক্ষণ লড়াই মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ততক্ষণ আমার পক্ষ থেকে কোন বাধা নেই।
![]()

