বাঁকুড়া স্টেশনে আরপিএফের তৎপরতায় বাঁচল মহিলার প্রাণ। এদিন সকাল প্রায় ১১টা ০৭ মিনিটে বাঁকুড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শারদা এক্সপ্রেস (ট্রেন নং ১২৮৮৩, SRC–PRR এক্সপ্রেস) ছাড়ার সময় ৬২ বছর বয়সী এক মহিলা যাত্রী সাবনী সিনহা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যান।
ঠিক সেই মুহূর্তে আরপিএফ পোস্ট বাঁকুড়ার এএসআই মণীশ কুমার ও এলসি টি জি. বিশ্বাস জীবনকে ঝুঁকির মুখে ফেলে দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। “অপারেশন জীবন রক্ষা”র অধীনে তাঁদের এই তৎপরতা না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
জানা গিয়েছে, সাবনী সিনহা পুরুলিয়ার কুকস কম্পাউন্ড, বি বি রায় লেন এলাকার বাসিন্দা। তিনি স্বামী পরেশনাথ সিনহার সঙ্গে ভ্রমণ করছিলেন। তাঁদের টিকিট নম্বর UWH/55362243। ঘটনার পর আরপিএফ কর্তারা তাঁকে চিকিৎসার প্রস্তাব দেন, তবে তিনি জানান, তিনি সুস্থ আছেন। পরে স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যান।
এই সাহসী ও মানবিক কাজের জন্য আরপিএফ বাঁকুড়ার ভূয়সী প্রশংসা করেছেন যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা। রেল কর্তৃপক্ষও বিষয়টি নথিভুক্ত করেছে।
![]()

