দেশ

ছাত্রদের চোখে ফেবিকুইক দিয়ে দিল পড়ুয়া

রিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ

বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়ে একাধিক বন্ধু অন্ধ হয়ে যাওয়ার যোগার। এই ঘটনায় রীতিমতো শোরগোল ওড়িশা জুড়ে। জানা গেছে, ওড়িশার একটি আবাসিক বিদ্যালয়ে ৮ ছাত্রের চোখে ফেবিকুইক দেওয়ার অভিযোগ ওঠে। ঘুমন্ত অবস্থায় এই কাণ্ড করে অজ্ঞাত এক বা একাধিক পড়ুয়া। আট জন পড়ুয়াকেই হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাতে ওড়িশার কান্ধামাল জেলার সালাগুড়া এলাকার সেবাশ্রম স্কুল হস্টেলে ঘটনাটি ঘটেছে। ঘুম ভাঙলেও ওই আট ছাত্র কিছুতেই চোখ খুলতে পারছিল না। দ্রুত তাদের গোচ্ছাপাড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ফুলবানির জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন আঠালো পদার্থ চোখের গুরুতর ক্ষতি করেছে। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় ভয়ংকর পরিণতি প্রতিরোধ করা গিয়েছে। আট জনের মধ্যে সাত ছাত্র এখনও হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।এদিকে হস্টেলে এমন ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন শাহুকে সাসপেন্ড করা হয়েছে। হস্টেলের ভেতরে কীভাবে এমনটা ঘটল তা তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল বোর্ড। ওয়ার্ডেন, সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য হস্টেল কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ফেবিকুইক সংগ্রহ করল কিভাবে। এই কাজের পেছনে কী উদ্দেশ্য ছিল, যাবতীয় খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।সবমিলিয়ে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে ওই এলাকায়।

Loading

Leave a Reply