নবম-দশমের পর এবার একাদশ-দ্বাদশ। প্রায় ৯ বছর অপেক্ষার পর রবিবার অনুষ্ঠিত হলো স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। ১২ হাজার ৫১৪টি শূন্যপদের জন্য রাজ্যজুড়ে পরীক্ষা বসেছেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ প্রার্থী। রাজ্য জুড়ে মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।আরামবাগ মহকুমার পাঁচটি কেন্দ্রে বসেন ৪,০০৯ জন পরীক্ষার্থী। নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ হাইস্কুল, আরামবাগ গার্লস হাইস্কুল, বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় এবং কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠে হয় পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা।অনেকে আগে ২০১৬ সালের পরীক্ষায় বসেছিলেন, কেউ আবার একেবারেই নতুন। পরীক্ষার্থীদের অভিযোগ—নিয়মিত পরীক্ষা হলে আর এত সমস্যা হত না। অনেকের দাবি, ফ্রেশ প্রার্থীদের আলাদা সুযোগ দেওয়া উচিত ছিল।আশা নিয়ে পরীক্ষা দিচ্ছেন সবাই। তবে প্রশ্ন রয়ে গেছে এই নিয়োগ কি সত্যিই স্বচ্ছ হবে?
![]()




